সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের নিচে পড়ে এক নারী নিহত হয়েছে। নিহত সুমি (২৫) কুড়িগ্রাম জেলার ওলিপুর গ্রামের বাসিন্দা। বুধবার (২৯মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পৌর সদরের রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারী মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেন লাইনের উপর দিয়ে হাটছিলো, এমতাবস্থায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস নামক ট্রেনটি আসতে থাকলে ট্রেনের নিচে কাটা পড়ে ঐ নারী। সাথে সাথেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, ট্রেনে কাটা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের গেটম্যান রয়েছে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে পরবর্তী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবেন।