
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলে কৃষকের ধানের ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন করেছে জেলা কৃষক দল। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানব বন্ধনের আয়োজন করা হয়। এই মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মোঃ আবুল কাশেম, কৃষক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক খ. আনিছুর রহমান আনিছ, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, আশরাফ পাহেলী, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম প্রমুখ । এ সময় আরো উপ¯ি’ত ছিলেন থানা কৃষক দলের সভাপতি নুরু নবী কোহিনুর, সহ-সভাপতি বুলবুল আহমেদ সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এর বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মানব বন্ধনে বক্তরা বলেন, আজকে কৃষক তার চাষ করা পাকা ধান ক্ষেতে আগুন ধরিয়ে দি”েছ। কালিহাতীর কৃষক, বাসাইলের কৃষক বাধ্য হয়ে তাদের ক্ষেতে আগুন ধরিয়ে দি”েছ। এই একটা নজির তৈরী হয়েছে। অবিলম্বে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার জোর দাবী জানানো হয় এই মানববন্ধন থেকে।