সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলে রোজাদার এক রিক্সাচালককে পেটানোর অভিযোগে পুলিশের এক গাড়ি চালককে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত গাড়ি চালকের নাম আবুল খায়ের।
গত সোমবার (১৩ মে) সকালে শহরের আকুর-টাকুর পাড়া এলাকায় টাঙ্গাইল প্রেসক্লাবে সামনে এক রিক্সাচালককে মারধর করার অভিযোগে পুলিশের ভাবমূর্তি রক্ষার্থে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ রাতেই এই সিদ্ধান্ত নেন।
ঘটনার বিবরণে জানা যায়, শহরের স্টেডিয়াম মার্কেট থেকে রিক্সাটি মেইন রোডে আসে এবং পুলিশের গাড়িটি সদর থানা থেকে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের গাড়িটির সাথে রিক্সাটি লেগে যায়। এমন সময় ড্রাইভার নেমে এসে রিক্সাচালককে লাঠি দিয়ে তার হাতে আঘাত করলে হাতটি নীলাফুলা জখম হয় এবং রিক্সা চালক চিৎকার করে কাঁদতে থাকে। এই সময় ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়।
আরো জানা যায়, রিক্সাচালক সদর উপজেলার রসুলপুর গ্রামের মোখছেদ আলীর ছেলে সেলিম মিয়া (৩০) বিদেশে চাকুরী করেও তিনি সুবিধা করতে না পারায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। রিক্সা চালকের সাথে কথা বললে তিনি বলেন, ইঞ্জিন চালিত রিক্সা মোড় ঘোরানোর সময় গতিটা একটু বেশী ছিলো। তাই লেগে গেছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া জানান, চালক আবুল খায়ের যে কাজটি করেছে তা পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার মত ও দুঃখজনক ঘটনা। তাই চালককে লাইনে প্রত্যাহার করা হয়েছে। এসময় তিনি আরো জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে রাতেই তাকে পুলিশ লাইনে ক্লোজ করে নেয়া হয়। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ মুনীরকে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চালকের বিয়ষে সিদ্ধান্ত নেয়া হবে।