শিরোনাম
নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা Headline Bullet       রোটারি ক্লাবের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী ফলের উৎসব Headline Bullet       বাসাইল পৌরসভা নির্বাচন: প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা Headline Bullet       হত্যার ভয় দেখিয়ে শিশু বলাৎকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার গ্রেফতার Headline Bullet       যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে Headline Bullet       ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet       আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন টাঙ্গাইল Headline Bullet       বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি—- কৃষিমন্ত্রী Headline Bullet      

টাঙ্গাইল পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগিতায় বাসাইল চ্যাম্পিয়ন

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ১২ মে ২০১৯ - ০৯:১৮:৫৮ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :

টাঙ্গাইল পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগীতার বাসাইল উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। রোববার বিকেল ৩ টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নাগরপুর উপজেলা দলকে ৩-১ সেটে বাসাইল উপজেলা দল পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জণ করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার বিতরণ করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি আনিসুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল ভলিবল উপ-পরিষদের সভাপতি হারুন-অর-রশীদ, সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম।

খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

গত (২৮ এপ্রিল) থেকে শুরু হওয়া এই প্রতিযোগীতায় জেলার ১২টি উপজেলা ভলিবল দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- টাঙ্গাইল সদর, বাসাইল, নাগরপুর, ঘাটাইল, সখীপুর, মির্জাপুর, গোপালপুর, দেলদুয়ার, কালিহাতী, ভূঞাপুর, ধনবাড়ী ও মধুপুর উপজেলা দল।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: