সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ভোটারদের মধ্যে স্মার্টকার্ড বিতরণে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ঘন্টার পর ঘন্টা প্রখর রোদে অপেক্ষা করে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলে। অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। আজ (শুক্রবার) সকাল থেকে বাসাইল পৌর এলাকায় ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। পৌর এলাকার ১ ও ২নং ওয়ার্ডের ভোটাররা উপস্থিত হন। রোজা ও প্রখর রোদের কারণে ভোটাররা ক্লান্ত হয়ে পড়ে। তাদের অভিযোগ সুষ্ঠু ব্যবস্থাপনার কোন বালাই ছিল না। ছিল না রোদ থেকে রক্ষার কোন ছায়ার ব্যবস্থা। আর কার্ড বিতরণে ছিল ধীরগতি। অধিকাংশ ভোটরা ক্লান্ত হয়ে পড়ে। কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে। লাইনে দাঁড়িয়ে থাকা মাইজখাড়ার আনোয়ারা(৬৯), চালাপাড়ার আঃ মালেক মিয়ার স্ত্রী’র কোলে থাকা শিশু সিয়াম(৩) জ্ঞান হারিয়ে ফেলে। পরে আহতদের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা।