সখীপুর, প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে ও বর্ণিল আয়োজনে মহান মে দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সখীপুর উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ, সখীপুর উপজেলা শ্রমিকলীগ, সখীপুর অটোরিক্সা, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন, সখীপুর উপজেলা মোটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক শ্রমিকলীগ,উপজেলা সড়ক পরিবহন ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন, সহ বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে। মঙ্গলবার (১ মে) সকাল ১১টায় সখীপুর ডাকবাংলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে । পরে বিকালে আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি ও আলােচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. জোয়াহেরুল ইসলাম। এছাড়ও উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, সহসভাপতি রফিক-ই- রাসেল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি বাচ্চু শিকদার, সখীপুর উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা মোটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক শ্রমিকলীগ সভাপতি মোস্তফা শিকদার, সাধারণ সম্পাদক মিঠুন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।