সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃ
“দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য দীঘজীবি হউক” প্রতিপাদ্যে টাঙ্গাইলেও আজ মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন খন্ড খন্ড মিছিল সহকারে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়। পরে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রা শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: বালা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, অতিরিক্ত জেলা প্রশাসক মোশারফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিঞা, পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।