শিরোনাম
নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা Headline Bullet       রোটারি ক্লাবের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী ফলের উৎসব Headline Bullet       বাসাইল পৌরসভা নির্বাচন: প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা Headline Bullet       হত্যার ভয় দেখিয়ে শিশু বলাৎকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার গ্রেফতার Headline Bullet       যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে Headline Bullet       ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet       আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন টাঙ্গাইল Headline Bullet       বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি—- কৃষিমন্ত্রী Headline Bullet      

টাঙ্গাইলের বাসাইলে অবৈধ ড্রেজিং নিষেধ করায় ভূমি কর্মকর্তাসহ তিনজনকে মারধর; দুইজনের জেল

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০১ মে ২০১৯ - ০৩:০৪:৪৭ পিএম

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃ
টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে অবৈধ ড্রেজিং নিষেধ করায় ভূমি কর্মকর্তাসহ তিনজনকে মারধরের ঘটনায় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় আহত ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদি হয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) বাসাইল থানায় ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

অভিযোগের বিবরণে জানা যায়, সোমবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন, অফিস সহকারী আলমগীর হোসেন ও উপজেলা ভূমি অফিসের নৈশ প্রহরী আবু মাসুদ খান কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ঝিনাই নদীর দাপনাজোর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য নিষেধ করেন। এসময় বালু ব্যবসায়ী ওই এলাকার জাকির, আনোয়ার, আব্দুল মান্নান, আসাদসহ একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের তিনজনকে পিটিয়ে গুরুত্বর আহত করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার হাসপাতালে পাঠান। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমান আলী (৬০)কে এক বছর ও আরমান আলী জাকির (৬৪)কে ৬ মাসের কারাদ- দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার বলেন, ‘ঝিনাই নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবরে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ তিনজনকে ঘটনাস্থলে পাঠানো হয়। বালু উত্তোলন নিষেধ করলে অবৈধ বালু ব্যবসায়ী দুর্বৃত্তরা তাদের তিনজনকে পিটিয়ে আহত করে।’

তিনি আরও বলেন, ‘সরকারী কর্মচারীদের সরকারীকাজে বাধা প্রদান ও শারিরীকভাবে লাঞ্চিত করার অপরাধে ইউএনও স্যারের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: