সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন বাসা-বাড়িতে ঢুকে প্রতারণা করে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে আর্জিনা আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি করা স্বর্ণালঙ্কার নিয়ে গতকাল রোববার (২৮ এপ্রিল) উপজেলার কালিয়ান বাজারে গেলে প্রতারণার শিকার এক ব্যক্তি তাকে চিনে ফেলেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।গ্রেফতারকৃত নারী আর্জিনা সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বেরিখোলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।এ সময় আর্জিনার কাছ থেকে উপজেলার রতনপুর গ্রামের লাভলী বেগমের চুরি যাওয়া দেড় ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।গ্রেফতারের পরপরই উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতারণার শিকার ব্যক্তিরা থানায় এসে ভিড় করেন। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে রতনপুর গ্রামের রফিক মিয়ার স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।ওই নারী প্রতারকের বিরুদ্ধে থানায় আরো তিনটি লিখিত অভিযোগ হয়েছে।
আর্জিনাকে চারদিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।