সেনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :টাঙ্গাইলে জেলা হকার্স লীগের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা রেজিস্টারি অফিসের সামনে জেলা হকার্স লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা হকার্স লীগের সভাপতি মো.বাদশা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা হকার্স লীগের উপদেষ্টা টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভির হাসান ফেরদৌস নোমান ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো.হেলাল ফকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো.বাবুল মিয়া। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো.হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ। দ্বি-বার্ষিক ৩১সদস্য বিশিষ্ট জেলা হকার্স লীগের নবনির্বাচিত সকল কার্যকরি সদস্যদের পরিচিতি ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে গণভোজের আয়োজন করা হয়।