সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : বগুড়া জেলা বিএনপির কমিটির প্রস্তাবিত আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে ‘টাকার খেলা ’ শুরুর কথিত অভিযোগে বগুড়ার বিক্ষুব্ধ কর্মীরা বৃহস্পতিবার রাতে দলের জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। শুক্রবার সকালে দলের কার্যালয়ের দরজায় ‘টাকার বিনিময়ে কমিটি গঠন চলবেনা’ জাতীয় বক্তব্য দিয়ে হাতে লেখা পোষ্টার টাঙিয়েছে। ফলে উৎসুক পথিকেরা যাত্রা পথে থেমে আগ্রহভরে তা’পড়ছে ।