সখীপুর সংবাদদাতা :
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন হতে ১০% অবসর বোর্ড ও কল্যাণ ট্রাষ্টের শতকরা ১০ ভাগ কর্তনের ঘোষণার প্রতিবাদে এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সখীপুরে এমপিওভূক্ত বেসরকারি স্কুল শিক্ষকরা মানবন্ধন ও পথসভা করেছে। সকাল ১১টায় সখীপুর পৌরশহরের মোখতার ফোয়ারা চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সখীপুরের সকল বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা অংশ গ্রহন করেন।
এসময় সমিতির সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমির প্রধান শিক্ষক মতিউর রহমান ভূইয়া, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক মো. তুলা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকপত্র উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন।