সোনালী বাংলাদেণ নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলে ১৪৬ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো – টাঙ্গাইল সদর থানার দেওলা গ্রামের মোঃ হুমায়ুন মিয়ার ছেলে মোঃ রোকন মিয়া (২৩)। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে টাঙ্গাইল পৌরসভার দেওলা এলাকার জনৈক নতুমিয়ার ফাকা জায়গার পশ্চিম পাশে থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দেওলা গ্রামের জনৈক নতুমিয়ার ফাকা জায়গার পশ্চিম পাশে কাচা রাস্তার উপর বিদ্যুতের পিলারের গোড়ায় রোকন মিয়া দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা করে আসছে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৬ পিস ইয়াবা, ০২ টি মোবাইল ফোন ও ০৩ টি সিম কার্ডসহ তাকে গ্রফতার করি। এসময় সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করেছে। এব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।