সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ঘাটাইলে তিনদিনব্যাপী পপুলার লাইফ কাপ গল্ফ টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকালে ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনা নিবাসের গল্ফ ক্লাব মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি, এনডিসি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
তিনদিনব্যাপী টুর্নামেন্টে ঢাকা, ঘাটাইল, সাভার, ময়মনসিংহসহ বিভিন্ন গল্ফ ক্লাব থেকে জুনিয়র, লেডি এবং রেগুলার এই তিনক্যাটগরিতে শতাধিক গল্ফাররা অংশ নেন। খেলা শেষে অতিথিবৃন্দরা প্রথম দিনের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।