সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল রহমান খান ফারুক। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠারে শুরুতে ঐতিহাসিক মুজিব নগরের ইতিহাস ও এর উপরে প্রামান্যচিত্র প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও নানা সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা আলোচনা করেন বক্তারা।