
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলে পহেলা বৈশাখ উপলক্ষে আর এম জি যুব সংঘের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের আর এম জি যুব সংঘের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন আর এম জি যুব সংঘের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ আলম মামুন, ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান রাজীব, মুখ ও দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ ডেন্টিস্ট জাহিদ হাসান রানা, ডেন্টিস্ট জয়নাল আবেদীন প্রমুখ।
দুপুর ১ থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় দুই শতাধিক রোগীর চিকিসা সেবা ও তাদের মাঝে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।