
সোনালি বাংলাদেশ নিউজঃ বাণিজ্যিক যৌন নির্যাতন, পর্ণগ্রাফি ও শিশু পাচার রোধ করার লক্ষ্যে টাঙ্গাইলে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এর উদ্যোগে সিএল সদস্যদের সাথে মিডিয়া, সার্ভিস প্রোভাইডার, সরকারি কর্মকর্তা ও সেবা গ্রহীতা ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার কমব্যাটিং কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন প্রকল্পের আওয়াতায় এসএসএস ভবনের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ও ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীমের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন, এসএসএস এর শিক্ষা ও শিশু উন্নয়ন কর্মসূচির পরিচালক আবদুল লতীফ মিয়া, টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মহব্বত হোসেন, এসএসএস পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ বীরেশ চন্দ্র পাল, এনজিও ফোরামের কর্মকর্তা শামীম আল মামুন, এডভোকেট আল রুহী, দি হাঙ্গার প্রজেক্টের প্রোগাম অফিসার সৈয়দ মো. নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে শিশুদের বাণিজ্যিক যৌন নির্যাতন, পর্ণগ্রাফি ও শিশু পাচার রোধ করাসহ দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ধর্ষণ, নির্যাতন, সম্প্রতি ফেনীতে যৌন নির্যাতনের স্বীকার হয়ে মারা যাওয়া নুসরাত জাহান রাফিকে নিয়েও আলোচনা করা হয়।