মো.শামীম আল মামুন , টাঙ্গাইল প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের সখীপুরে স্বামীর হাতে নববধূ খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার মধ্যরাতে সখীপুর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আব্দুর রৌফ মিয়ার মেয়ে রুমি আক্তারের সাথে বাসাইল উপজেলার সুন্যা গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলামের গত মাসে বিয়ে হয়। পরবর্তীতে মেয়ের পক্ষ জানতে পারে ছেলে মাদকাসক্ত।
গতকাল (মঙ্গলবার) রুমি তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসে। এক পর্যায়ে ঘাতক স্বামী রুমিকে গলা টিপে হত্যা করে। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।