টাঙ্গাইলের নাগরপুরে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। রবিবার দুপুরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ধুবড়িয়া চৌরাস্তায় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শহিদুল শিকদার (৪২) সে ঐ উপজেলার ধুবড়িয়া গ্রামের শাহী পাড়ার মৃত আহম্মদ শিকদারের ছেলে।
জানা যায়, উপজেলার ধুবড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ভিলেজ লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-০৩০৯) বাসটি ধুবড়িয়া চৌরাস্তায় পৌছলে পথচারী শহিদুল ইসলাম রাস্তা পাড় হওয়ার সময় তাকে ঘাতক বাসটি চাপা দেয়। এসময় বাসের চাকায় পিস্ট হয়ে শহিদুলের মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী এগিয়ে এসে ঘাতক বাস ও এর ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
দূর্ঘটনার কথা স্বীকার করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান, ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও এর ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।