
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তাওহিদুজ্জামান রানা দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় আছেন, এমন সংবাদ শুনতে পেয়ে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাৎক্ষণিক তার নিজস্ব তহবিল থেকে ২ লক্ষ টাকা ছাত্রলীগ নেতার চিকিৎসার জন্য অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির (সাবেক) স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপ-সম্পাদক মনজুর মোরশেদ অসিম সাংবাদিকদের ও তাওহিদুজ্জামান রানাকে নিশ্চিত করেছেন।
এছাড়াও টাঙ্গাইল-০৭ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন রানার চিকিৎসার জন্য আ.লীগের বেশ কয়েক জন নেতা ও অন্যান্য শুভাকাঙ্খিদের সহায়তায় সর্বমোট ৪ লক্ষ টাকা রানার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সে ভারতের যশোদা হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ্য হওয়ার জন্য তার চিকিৎসা ব্যয় আনুমানিক ১৮ লাখ টাকা লাগবে বলে জানা যায়।