
টাঙ্গাইলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (৪৬) কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।৭সেপ্টেম্বর শুক্রবার ভোর রাতে পৌর এলাকার বেপারীপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন মডেল থানা পুলিশ।টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ফরহাদ ইকবালকে নাশকতামুলক মামলায় গ্রেফতার করা হয়েছে।গত জুলাই মাসে টাঙ্গাইল জেলা বিনপির নেতা কর্মীরা পুলিশের ওপর নাশকতা চালিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে আহত করা হয়। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় ফরহাদ ইকবালকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।