
টাঙ্গাইলে রবিবার সকালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ী থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি শ্রীশ্রী কালীবাড়ী থেকে বের হয়ে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীশ্রী কালীবাড়ী গিয়ে শেষ হয়।
শোভাযাত্রাটি উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনি), টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ীর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান (মামুন)।এসময় শোভাযাত্রায় অতিথিবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিন দিনব্যাপী পূজার্চনা, আলোচনা সভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে ভক্তবৃন্দরা।