আর মাত্র কয়েক ঘণ্টা পর ঈদ, রাত পোহালেই খুশীর ঈদ, (বুধবার, ২২ আগস্ট) দেশজুড়ে উদযাপিত হবে আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা। এটি আমাদের কাছে ‘কোরবানির ঈদ’ হিসেবে পরিচিত। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবটি যুগ যুগ ধরে ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আছে। টাঙ্গাইলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল সারে আট টায় ঈদের জামাত শুরু হবে। এছাড়াও বিভিন্ন পাড়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, ঈদের নামাজের জন্য প্রশাসনের পক্ষ হতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এদিকে ঈদ উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ঈদের দিন কারাগার, হাসপাতাল, ভবঘুরে কেন্দ্র, বৃদ্ধাশ্রম, শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। ঈদ আনন্দের অংশ হিসেবে রেডিও-টেলিভিশন চ্যানেলগুলো সপ্তাহব্যাপী বিশেষ ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।