স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ নয় মামলার আসামি জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ডাকাতকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সায়েদুর রহমান শুক্রবার এক প্রেসবিফিং এ তথ্য জানান।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশে এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নে চরপাড়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে জাহাঙ্গীরকে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জাহাঙ্গীর সিলিমপুর ইউনিয়নের বরুহা এলাকার মৃত বদরুউদ্দিনের ছেলে। তার নামে টাঙ্গাইল মডেল থানায় অস্ত্র, ডাকাতি, গণধর্ষণসহ নয়টি মামলা রয়েছে বলেও জানান।