শান্তিতে নোবেল পদক বিজয়ী কফি আনান আর নেই, তিনি জাতিসংঘের প্রাক্তন মহাসচিব ছিলেন, আন্তর্জাতিক কূটনীতিকদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এক সংবাদে তাঁর মৃত্যুর খবর দিয়েছে। শান্তিতে নোবেল পদক বিজয়ী কফি আনানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। এক বিবৃতিতে কফি আনান ফাউন্ডেশন জানিয়েছে, ‘হঠাৎ অসুস্থ হওয়ার পর শনিবার তিনি শান্তির সঙ্গে বিদায় নিয়েছেন।’
শনিবার টু্ইটারবার্তায় জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা লিখেছে, ‘আজ আমরা একজন মহৎ মানুষ, একজন নেতা ও স্বপ্নদ্রষ্টাকে হারিয়ে শোকাভূত।’
১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আনানই ছিলেন প্রথম আফ্রিকান কৃষ্ণাঙ্গ যিনি জাতিসংঘের এই সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।ঘানার কুমাসিতে ১৯৩৮ সালের ৮ এপ্রিল জন্মগ্রহণ করেন কফি আনান। জাতিসংঘের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা কফি আনান ছিলেন ঘানার একজন কূটনীতিবিদ। খ্রিস্টান ধর্মালম্বী হিসেবে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় জনগোষ্ঠীর মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২০০৭ সালে প্রতিষ্ঠিত মানবাধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক নেতাদের সংগঠন দ্য এল্ডার্সের সদস্য ছিলেন আনান। ২০১৩ সালে তিনি এর চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া সিরিয়ার সংঘাত নিরসনে জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও কাজ করেছেন আনান। সর্বশেষ রোহিঙ্গা সংকট নিরসনে তার নেতৃত্বে একটি কমিটিও করা হয়েছিল। এই কমিটি রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানসহ বেশ কয়েক দফা সুপারিশ করেছিল।