টাঙ্গাইল সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১২টি ইউনিয়নে স্মার্ট কার্ড দেওয়া হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৮০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৪০১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৩ হাজার ৭৫৪ জন।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ড দেওয়া হবে। প্রত্যেককে নিদিষ্ট স্থান থেকে কার্ড নিতে হবে। পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এটি জমা দিয়ে স্মার্ট কার্ড নিতে হবে। এ সময় চোখের আইরিশ এবং ১০টি আগুলের ছাপ দিতে হবে। কেউ যদি নিদিষ্ট সময়ে স্মার্ট কার্ড নিতে না পারেন, তাহলে তারা জেলা নির্বাচন অফিস থেকে নিতে পারবেন।