শিরোনাম
নাগরপুরে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত Headline Bullet       মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
মহান স্বাধীনতাদিবস পালিত
Headline Bullet       মাভাবিপ্র বিশ্ববিদ্যালয়ে ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে মানববন্ধন Headline Bullet       কালিহাতীতে কাফনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার Headline Bullet       খোলা স্টেশনে ঢুকে ১০২০ টাকা জরিমানা গুণলেন পলিটেকনিকের ছাত্র-ছাত্রী Headline Bullet       মির্জাপুরের সম্মুখ যুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন Headline Bullet       টাঙ্গাইলে দুটি ট্রেনে পাথর নিক্ষেপ,চালকসহ আহত ৬ Headline Bullet       মধুপুর প্রেসক্লাব পাঠাগারকে সমৃদ্ধ করতে মধুপুরবাসী’ গ্রুপের ৫ শতাধিক বই হস্তান্তর  Headline Bullet       টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার Headline Bullet       টাঙ্গাইলে স্পিরিট পানে পর পর পাঁচ জনের মৃত্যু Headline Bullet      

টাঙ্গাইলে বাস চলাচল শুরু

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০৭ আগস্ট ২০১৮ - ০৯:৫৬:৩৮ পিএম

স্টাফ প্রতিনিধি: তিন দিন অঘোষিত বন্ধ থাকার পর টাঙ্গাইলে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই টাঙ্গাইল থেকে ঢাকা, ময়মনসিংহ সহ কাছাকাছি বিভিন্ন জেলার বাস ছেড়ে গেছে। তবে দূরপাল্লার বাস গুলো সকালে যাত্রীর অভাবে টাঙ্গাইল ছাড়েনি । যাত্রী সংখ্যা কম থাকায় বাস ছেড়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম । জানা গেছে , রাত থেকে দুরপাল্লার বাস গুলো যথারীতি চলাচল করবে । সকালে ঢাকা-টাঙ্গাইলের মধ্যে চলাচলকারী এসি বাস সকাল-সন্ধা ও সোনিয়া বাস যাত্রীর অভাবে টাঙ্গাইল ছাড়েনি। অভ্যন্তরিন সব রুটে যাত্রী তুলনা মুলক কিছু কম থাকলেও বাস চলাচল স্বাভাবিক ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হয়ে আসে সব ধরনের বাস চলাচল।
টাঙ্গাইল রাজশাহী রুটে চলাচলকারী নিবিড় পরিবহন এর কাউন্টারে বসে থাকা নিউ ইয়র্ক প্রবাসী নার্গিস আখতার জানান, তিন দিন যাবত টাঙ্গাইলে আটকা পড়ে আছি। সাথে ছোট বাচ্চা থাকার কারনে ট্রেনে যেতে পারছি না। আজ বাস ছেড়েছে শুনে এসেছি, কিন্তু এখনো টিকেট পাইনি। মনে হয় বিকেলে বাস ছাড়বে, রাজশাহী যেতে পারবো বলে আশা করি।
ঢাকা-টাঙ্গাইল রোড়ে চলাচলকারী নিরালা সিটিং সার্ভিসের যাত্রী বিসিএস পরীক্ষার্থী রাফিয়া সিদ্দিকা বলেন, আগামী ৮ তারিখে আমাদের পরীক্ষা তাই ঢাকা যাচ্ছি। ছাত্রদের আন্দোলন যৌত্তিক। সরকার ছাত্রদের দাবী গুলো মেনে নিয়েছে। আশা করি, এবার নিরাপদে যাতায়াত করতে পারবো।
টাঙ্গাইল-সিলেট-জাফলং রুটে চলাচলকারী শাহ্জালাল ট্রাভেলস্ কাউন্টারের বুকিং মাষ্টার জানান, সোমবার রাত ৮টায় সিলেটের উদ্দেশ্য যে গাড়িটি ছাড়বে ইতিমধ্যে তার আটাশটি টিকেট বিক্রি হয়ে গেছে। বাকী গুলো বিকেলের মধ্যে বিক্রি হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিন দিন অঘোষিত সব ধরনের বাস চলাচল বন্ধ থাকাতে টাঙ্গাইলে ট্রেনের উপর যাত্রীদের যে অস্বাভাবিক চাপ তৈরি হয়েছিল সেটাও অেেনকটাই কমে গেছে।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: