
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে এক নারী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে নাগরপুর থানার ওসি মাঈন উদ্দিন বলেন, সোমবার সকালে এলাকাবাসী উপজেলার নলসন্ধ্যা এলাকায় একটি বাশ ঝাড়ে এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো বলেন, নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।