
মিলন ইসলাম বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে বারটায় উপজেলা পরিষদ হলরুমে এ ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। এর আগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করে। র্যালীটি ফলদ বৃক্ষ মেলায় গিয়ে বিভিন্ন ষ্টল পরিদর্শণ করে ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত মেলায় উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।
উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবী, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশীদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।