স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলে সাধারন শিক্ষার্থীদের ৯ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষুদ্ধ সাধারন শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১২ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হয়। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল সহকারে টাঙ্গাইল শহর থেকে ২ কিলোমিটার দুরে আশেকপুর বাই-পাসে গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। তাদের এই ৯ দফা দাবীর সমর্থনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাই-পাস দুই ঘন্টা অবরোধ করে রাখে। ফলে এই মহসড়কে কেবল মাত্র এ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। এখানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবীর সমথর্নে বিভিন্ন শ্লোগানে আশেকপুর বাই-পাস এলাকা মুখরিত করে তোলে। এ সময় তারা বিভিন্ন যান-বাহনের ফিটনেস এবং ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে। পরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আসাদুজ্জামান মিঞার নেতৃত্বে একদল পুলিশ কর্মকর্তা সাধারন ছাত্র-ছাত্রীদের তাদের দাবী মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা দুইটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়।