স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল সদর থানার করটিয়ায় আট ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে একটি বাশঝাড় থেকে। সাপটি বন বিভাগের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন।
শুক্রবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার করটিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে অজগরটি ধরা হয়। এলাকাবাসি জানান, টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার আব্দুল আলীম সদর উপজেলার ঢেলি করটিয়ায় একটি বাঁশ ঝাড় কেনেন।শুক্রবার দুপুরে তিনি ওই ঝাড়ে বাঁশ কাটতে গিয়ে একটি বাঁশের উপরে অজগর সাপটি দেখতে পান। পরে আব্দুল আলীম হেলমেট পড়ে সাপটি ধরার জন্য উপরে উঠেন। এসময় ঝাকি লেগে সাপটি নিচে পড়ে গেলে এলাকাবাসীর সহায়তায় সেটিকে চটের বস্তা দিয়ে দিয়ে ধরে ফেলা হয়। এলাকার লোকজন সাপটি মারার চেষ্টা করলে আব্দুল আলীম রক্ষা করেন। পরে এটিকে একটি খাঁচায় ভরে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে খবর দেন। সাপটি লম্বায় আট ফুট বলে জানান।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা হারুন অর রশীদ জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটি মধুপুর বন অথবা বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হবে।