
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল সদর থানার বিশ্বাস বেতকা ছাতা মসজিদ এলাকা হইতে ৩০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। টাঙ্গাইল সদর মডেল থানার এস আই মোঃ আবুল বাশার মোল্লা জানান, শুক্রবার (০৩-০৮-১৮) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় দুই এ এস আই সহ মোঃ সোহেল হোসেন ও মোঃ মফিজুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল হইতে ৩০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আসামীরা হচ্ছে (১) শ্রী অধীর চন্দ্র সূত্রধর (২৭), পিতা-শ্রী অমুল্য চন্দ্র সাং- সরাকী,কালিহাতী। (২) মোঃ রিহাদ মিয়া রতন(২১), পিতা মোঃ নছিব মিয়া সাং- বিশ্বাস বেতকা মুন্সী পাড়া,টাঙ্গাইল,সদর। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।