
স্টাফ রিপোর্টারঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল বাইপাস এলাকায় বুধবার বিকেলে ফিটনেস বিহীন গাড়ী, ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ী ও বেপরোয়া গাড়ী চলাচলের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুজহাত তাসনীম শাওন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. অহিদুর রহমানসহ র্যাবের সদস্যরাও এতে অংশ নেয়। এসময় মহাসড়কে চলাচলরত যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। অভিযান চলাকালে বেশ কয়েকটি পরিবহনের ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে ৪৯ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুজহাত তাসনীম শাওন জানান, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ফিটনেস বিহীন গাড়ী, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র যাচাই-বাছাইয়ের অভিযান দেশব্যাপী শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গুরুত্বপূর্ন মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্যামলী পরিবহন, ডিপজল পরিবহন, হানিফ পরিবহন, এসআর ট্রাভেলস এর ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ডপ্রাপ্তদের মধ্যে অধিকাংশরই চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র সঠিক ছিলনা বলেও তিনি জানান। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।