শিরোনাম
ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet       আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন টাঙ্গাইল Headline Bullet       বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি—- কৃষিমন্ত্রী Headline Bullet       দীর্ঘ ৯ বছর পর জেলা যুবলীগের কমিটি ঘোষণায় টাঙ্গাইল বর্ণাঢ্য আনন্দ মিছিল  Headline Bullet       বীর নিবাস’ আবাসন কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন Headline Bullet       মধুপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানে থাকা স্বামী-স্ত্রী-সন্তানসহ ৪ জনের   Headline Bullet       মির্জাপুরে ইউএনওর উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ Headline Bullet       টাঙ্গাইলে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন Headline Bullet      

রেস থ্রি’ ছবি থেকে সালমান খানের কত আয় হবে

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০৪ জুন ২০১৮ - ০২:৩৬:০১ পিএম

‘রেস থ্রি’ ছবিকে ঘিরে প্রতিদিন কোনো না কোনো খবর বিটাউনে বের হচ্ছে। সালমান খানের এই ছবিকে ঘিরে কৌতূহলের শেষ নেই। এবার ‘রেস থ্রি’র এক নতুন তথ্য জানা গেছে। বড় বাজেটের এই ছবিতে অভিনয় করেছেন কয়েকজন তারকা। সালমান খান তো আছেনই, আরও আছেন অনিল কাপুর, জ্যাকুলিন ফারনান্দেজ, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সালিম, ফ্রেদি দারুওয়ালা। আর এই ছবির জন্য কোন তারকা কত পারিশ্রমিক পেয়েছেন, জানতে চান?

‘রেস থ্রি’ যে সালমান খানের ছবি, তা বলার অপেক্ষা রাখে না। আর বলিউডের ভাইজান স্বাভাবিকভাবে এই ছবির জন্য বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু পারিশ্রমিকের অঙ্কটা শুনে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। জানা গেছে, সালমান খান ‘রেস থ্রি’ ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ৬০ কোটি রুপি। প্রযোজক রমেশ তৌরানীর সঙ্গে ছবিটি তিনি প্রযোজনাও করেছেন। তাই ছবিটি থেকে যে আয় হবে, তা থেকে ৩৫ শতাংশ পাবেন এই ‘বলিউডের সুলতান’।

অনিল কাপুর ‘রেস’ সিরিজের সঙ্গে আছেন শুরু থেকেই। ‘রেস থ্রি’র জন্য বলিউডের এই অভিনেতা পেয়েছেন নয় কোটি রুপি। এই ছবির হাত ধরে বলিউডে দ্বিতীয়বার অভিষেক হতে চলেছে ববি দেওলের। ‘রেস থ্রি’র মতো ছবিতে তাঁর অভিনয়ের সুযোগ পাওয়ার পেছনে আছেন সালমান। ববির খারাপ সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন তিনি। এই মন্দা বাজারে ববিকে শুধু বড় ছবি নয়, ভালো পারিশ্রমিকও পাইয়ে দিয়েছেন। এই ছবির জন্য ববি পেয়েছেন সাড়ে সাত কোটি রুপি।

‘রেস থ্রি’ ছবির তারকারা‘রেস থ্রি’ ছবিতে সবচেয়ে কম পারিশ্রমিক পেয়েছেন সাকিব সালিম। ২০১১ সালে ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগি’ ছবি দিয়ে তিনি বলিউডে আসেন। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে। আর এই ছবির জন্য নতুন মুখ হিসেবে ‘ফিল্মফেয়ার পুরস্কার’ পান সাকিব। এরপর ‘বোম্বে টকিজ’, ‘মেরে ড্যাড কি মারুতি’সহ কয়েকটি হিট ছবি দিয়েছেন সাকিব। ‘রেস থ্রি’ ছবির জন্য সাকিবকে এক কোটি ৪০ লাখ রুপি দেওয়া হয়েছে।

ছবির দুই নায়িকার মধ্যে অন্যতম ডেইজি শাহ। সালমানের ‘জয় হো’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন। এরপর ভাইজানের পরামর্শে ‘হেট স্টোরি থ্রি’তে অভিনয় করেন ডেইজি। সালমান এবার তাঁকে ‘রেস থ্রি’ ছবিতে কাজ করার সুযোগ করে দেন। ডেইজিকেও ভালো পারিশ্রমিক দেওয়া হয়। তিনি পেয়েছেন ৫ কোটি ২০ লাখ রুপি। ছবির আরেক নায়িকা জ্যাকুলিন ফারনান্দেজ। ‘রেস’ সিরিজের ছবিতে তিনি আগেও কাজ করেছেন। এবার তিনি পারিশ্রমিক নিয়েছেন আট কোটি রুপি।

ছবির খলনায়ক ফ্রেদি দারুওয়ালা এর আগে ‘হলিডে’, ‘ফোর্স টু’, ‘কমান্ডো টু’র মতো ছবিতে কাজ করেছেন। ‘রেস থ্রি’ ছবির জন্য ফ্রেদিকে দুই কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়।

‘রেস থ্রি’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৫ জুন।

 

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: