শিরোনাম
নাগরপুরে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তর Headline Bullet       সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল Headline Bullet       টাঙ্গাইলে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে Headline Bullet       টাঙ্গাইলে এসপি’র কাছে থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও চকলেট পেলো সুবিধাবঞ্চিত শিশুরা Headline Bullet       টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ Headline Bullet       বাসাইল পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন Headline Bullet       টাঙ্গাইলে ডিবি পুলিশের ভুয়া পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব Headline Bullet       টাঙ্গাইলে শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও Headline Bullet       করটিয়া সা’দত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ সম্পাদক রাজীব Headline Bullet       প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভুমিহীনদের জন্য ঘর উদ্বোধন বিষয়ে টাঙ্গাইলে প্রেস ব্রিফিং Headline Bullet      

সত্যিই বার্সেলোনা ছাড়বেন মেসি?

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২৯ মে ২০১৮ - ১০:৫৪:৪৯ এএম

আর্জেন্টিনার হয়ে কিছু জেতার আকাঙ্ক্ষা আবার জানালেন মেসি।বার্সেলোনা বাদে আর কোনো দলের জার্সি কখনো পরেননি মেসি। অনেক ক্লাবই চেষ্টা করেছে, কিন্তু ছেলেবেলার ক্লাবের মায়া কাটাতে পারেননি মেসি। কিছুদিন আগেই নতুন চুক্তি করেছেন, ক্যারিয়ার শেষ হওয়ার আগে মেসিকে তাই অন্য কোনো ক্লাবে দেখার সম্ভাবনা হয়তো শেষ হয়ে গেছে। তবে লিওনেল মেসি কিন্তু নিজেই সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

আর্জেন্টিনার ফেরার ইচ্ছা বহু আগ থেকেই জানিয়েছেন মেসি। আর্জেন্টিনার যে ক্লাবে বেড়ে ওঠা, ফিরলে সেই নিউওয়েলস ওল্ড বয়েজেই ফিরবেন। কারণ ইউরোপে অন্য কোনো ক্লাবের হয়ে খেলা সম্ভব নয় তাঁর পক্ষে, ‘আমার কাছে এখন এটা পরিষ্কার, ইউরোপে আমার একমাত্র ঘর বার্সেলোনা। আমি সব সময়ই বলেছি আর্জেন্টিনায় ফিরতে চাই। জানি না হবে কি না, তবে মনে মনে ইচ্ছে আছেই। তবে সেটা নিউওয়েলসই হবে। অন্তত ছয় মাসের জন্য হলেও আমি এটা করতে চাই। তবে আপনি কখনো বলতে পারবে না ভবিষ্যতে কী হবে।’

আর্জেন্টিনা ছেড়ে স্পেনে এসেছেন সেই কিশোর বয়সে। ফলে স্পেনের হয়ে খেলার সুযোগ ছিল লিওনেল মেসির। কিন্তু লিওনেল মেসি সেই সুযোগ না নিয়ে আর্জেন্টিনায় ফেরত আসেন। সে নিয়েও কথা বলেছেন মেসি, ‘একদিন আমার এক বন্ধু বলে যে, দেখ তুমি যদি স্পেনে খেলতে, বিশ্বজয়ী হতে পারবে। কিন্তু সেটা হলেও অনুভূতিটা এক হতো না। এটা কখনো আমার মাথায়ও আসেনি (স্পেনের হয়ে খেলা)। আর্জেন্টিনার হয়ে জিততে পারলে সেটাই হবে বিশেষ কিছু।’

খ্যাতির বিড়ম্বনাও খুব একটা পছন্দ নয় মেসির, ‘মানুষজনের কাছ থেকে যে ভালোবাসা পাই, তাতে আমি খুবই আনন্দিত, কিন্তু মাঝে মাঝে কিছুটা আড়ালেও থাকতে ইচ্ছা করে। আন্তোনেল্লা ও বাচ্চাদের সঙ্গে কেনাকাটার জন্য যখন বাইরে যাই, তখন একটু স্বাভাবিক সময় কাটাতেও তো ইচ্ছা করে।’

 

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: