শিরোনাম
মির্জাপুরে ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল Headline Bullet       মধুপুরে উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা শুরু Headline Bullet       ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ইউপি চেয়ারম্যান মাসুদ Headline Bullet       স্বপ্ন বাস্তবায়নে অটিস্টিকদের নিয়ে কাজ করে যাচ্ছেন ডা. জাহাঙ্গীর আলম Headline Bullet       মির্জাপুরে বিজ্ঞান ক্যাম্প এক মুঠো বিজ্ঞান Headline Bullet       বাসাইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ Headline Bullet       মাভাবিপ্রবিতে রেজাল্ট অটোমেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Headline Bullet       ট্রান্সফরমার চোর ধরিয়ে দিলেই পুরস্কার দিবেন বিদ্যুৎ কর্তৃপক্ষ Headline Bullet       পাপ মোচনে যমুনায় গঙ্গাঁস্নানোৎসবে পূর্ণ্যার্থীদের ঢল Headline Bullet       ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক স্বাভাবিক রাখতে টাঙ্গাইলে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ Headline Bullet      

১ হাজার টাকা নিয়ে বিবাদে, ৩০ হাজারে খুনি ভাড়া করে খুন

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২৪ মে ২০১৮ - ০২:২৬:৩৩ পিএম

বিবাদের শুরুটা হয়েছিল ২০১৬ সালে এক হাজার টাকা নিয়ে। সেই বিবাদ গিয়ে ঠেকল খুনোখুনিতে। খুনি ভাড়া হয়েছিল ৩০ হাজার টাকায়। পুলিশ বলছে, তুচ্ছ ঘটনা নিয়ে বিবাদের রেশ ধরে গত শনিবার গাড়ি চালক রূপচান আলীকে (৩০) হত্যা করা হয়।

গত শনিবার রাতে উত্তরার ১০ নম্বর সেক্টরের স্লুইসগেট এলাকায় রূপচানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়। উত্তরা পশ্চিম থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী শিরিন বেগম বলেন, রূপচান উত্তরা এলাকায় ব্যক্তিগত গাড়ি চালাতেন। লাইসেন্স করার টাকা নিয়ে এক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে তিনি মনে করেন। থানা-পুলিশের পাশাপাশি মামলাটি তদন্ত করে ডিবি পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কায়সার রিজভী কোরায়েশী প্রথম আলোকে বলেন, তাঁরা রূপচানের হত্যাকারীদের শনাক্ত করেছেন। হত্যার ঘটনা উদঘাটনের দ্বারপ্রান্তে রয়েছেন তাঁরা। ঘটনার শুরুটা ছিল তুচ্ছ একটি ঘটনা নিয়ে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, দুই বছর আগে নিজের শ্যালকের লাইসেন্স করার জন্য হাবিব নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন রূপচান। কথামতো রূপচানের শ্যালককে বিআরটিএতে গাড়ি চালনা পরীক্ষা দেওয়ানোর জন্য নিয়ে যান হাবিব। কাগজপত্রে সাবালক হলেও দেখতে কমবয়সী হওয়ায় তাঁর লাইসেন্সের আবেদন প্রত্যাখ্যাত হয়। এ নিয়ে রূপচানের সঙ্গে হাবিবের বিবাদ শুরু হয়। রূপচান টাকা ফেরত পাওয়ার জন্য চাপ দিতে থাকেন, আর হাবিব উল্টো তাঁকে আগে থেকেই শ্যালকের বয়স না জানানোর জন্য রূপচানকে গালমন্দ করতে থাকেন। পরে ফয়সালা হয় হাবিব এক হাজার টাকা ফেরত দেবেন।

পুলিশ জানায়, কিন্তু বিষয়টি মেনে নেননি রূপচান। ২০১৬ সালের শেষ দিকে হাবিবকে বাগে পেয়ে ছুরি মেরে বসেন রূপচান। হাবিব হাতে গুরুতর আঘাত পান, হাতের কয়েকটি রক্তনালি কেটে যায়। আঘাত পাওয়ার পর হাবিবের হাত শুকিয়ে যেতে থাকে, অনেক চিকিৎসার পর তিনি এখন সেই হাতের দুটি আঙুল নাড়াতে সক্ষম হন। বিষয়টি নিয়ে মামলা করে কোনো ফল না পেয়ে নিজেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন হাবিব। রূপচান ও তাঁর পরিবারের সঙ্গে আবারও সম্পর্ক গড়ে তোলেন হাবিব।

পুলিশের এক কর্মকর্তা বলেন, রূপচানেরও একটি হাত অচল করে দেওয়ার পরিকল্পনা করেন হাবিব। রূপচানকে ছুরি মারার জন্য ৩০ হাজার টাকায় দুই তরুণের সঙ্গে চুক্তি হয়। কথামতো শনিবার রাতে দুই তরুণ উত্তরা ১০ নম্বরের স্লুইসগেট এলাকায় রূপচানকে ছুরিকাঘাত করলে তাঁর মৃত্যু হয়।

 

এ বিভাগের জনপ্রিয় খবর

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: