টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরকারি শামসুল হক কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদারের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার(২১ মে) কলেজ অডিটরিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, কলেজ গভর্নিং বডির সভাপতি ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, উপজেলা বাকশিস’র সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছেত তালুকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া হাকিম তালুকদারের গ্রামেরবাড়ি ভাবলা গ্রামে পরিবারের পক্ষ থেকে দোয়া ও কুলখানির আয়োজন করা হয়।