সোহেল রানা, কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক তাছির আহম্মেদ খানের ছেলে শাকিল আহম্মেদ খান (৩২) কে ৫৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। ২১ মে সোমবার দিবাগত রাত তিনটায় উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা তার নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, কালিহাতী থানা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাত তিনটায় উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা নিজবাড়ী থেকে শাকিল আহম্মেদ খানকে ৫৭পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।