শিরোনাম
মির্জাপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন Headline Bullet       টাঙ্গাইল ডিএফএ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিলের স্মরণে শোকসভা  Headline Bullet       দেশে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ Headline Bullet       মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবলে কালিয়াকৈর চ্যাম্পিয়ন Headline Bullet       অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন Headline Bullet       নাগরপুরে জনসভাকে ঘিরে প্রকাশ্যে এলো এমপি-উপজেলা আ’লীগের দ্বন্দ্ব Headline Bullet       মির্জাপুরে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি Headline Bullet       বিয়ের ২ দিন পর পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন যুবক Headline Bullet       নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Headline Bullet       মির্জাপুরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃৃৃঙ্খলা সভা Headline Bullet      

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২১ মে ২০১৮ - ০৪:৫১:৫১ পিএম

চেতনা নিউজ ডেস্ক: টাঙ্গাইল পৌর ছাত্রলীগ নেতা মীর ওয়াছেদুল হক তানজীলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে জেলা ছাত্রলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল বলেন, জেলা আওয়ামী লীগ নেতা শহীদ মুক্তিযোদ্ধা ফারুক আহমদ এর হত্যাকারীদের অনুসারীরা গত বৃহস্পতিবার বিকেলে শহর ছাত্রলীগের অন্যতম নেতা তানজীলকে হত্যার জন্য সন্ত্রাসীরা হামলা চালায়। কলেজ পাড়া এলাকায় তার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে : কলেজ পাড়া এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে ইসতিয়াক আহমেদ রাজীব (২৯) ও বায়েজীদ আহমেদ শুভ (২৬), মোঃ বালা মিয়ার ছেলে মোঃ মনসুর (২৫), নফিজুল মিয়ার ছেলে সীমান্ত (২০), শরিফ আহমেদের ছেলে স্বাধীন জামান (২২), সাবালিয়া বটতলা এলাকার মোঃ আজহার মিয়ার ছেলে সোহেল ওরফে ডন সোহেল (৩০), দেওলা এলাকার মোঃ বেলায়েত হোসেনের ছেলে মোঃ রনি ওরফে কোয়াটার রনি (২৯), বেবীস্ট্যান্ড এলাকার মোঃ সোনা মিয়ার ছেলে মোঃ সাগর (২৪)। অন্যান্য আসামীরা হল কচুয়াডাঙ্গা এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ নাসির উদ্দিন ( ২৭), মৃত এছহাক মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া (৩৪), দক্ষিণ কলেজ পাড়া এলাকার মৃত আবু মিয়ার ছেলে মোঃ সজিব আহমেদ (২৩), উত্তমের ছেলে অমিত ( ২৯), কচুয়াডাঙ্গা এলাকার সেলিম মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলাম (২৩), পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার মোঃ আলম মিয়ার ছেলে মোঃ প্রান্ত (২৩) সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অবিলম্বে তানজীলের উপর হমলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আহবান জানান। পুলিশ প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেয়া হল। নির্দিষ্ট সময়ের মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে কঠিন থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান জনি, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এইচ চৌধুরী সাক্ষর, জেলা ছাত্রলীগের সদস্য সৈয়দ মাসুম হোসাইন, সৈকত চন্দ্র, মাসুদ রানা, সাজেদুল ইসলাম সাজু, ঘাটাইল জিবিজি কলেজের ভিপি মোঃ আবু সাইদ রুবেল সহ জেলা শহর ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: