শিরোনাম
মির্জাপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন Headline Bullet       টাঙ্গাইল ডিএফএ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিলের স্মরণে শোকসভা  Headline Bullet       দেশে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ Headline Bullet       মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবলে কালিয়াকৈর চ্যাম্পিয়ন Headline Bullet       অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন Headline Bullet       নাগরপুরে জনসভাকে ঘিরে প্রকাশ্যে এলো এমপি-উপজেলা আ’লীগের দ্বন্দ্ব Headline Bullet       মির্জাপুরে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি Headline Bullet       বিয়ের ২ দিন পর পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন যুবক Headline Bullet       নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Headline Bullet       মির্জাপুরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃৃৃঙ্খলা সভা Headline Bullet      

সরকারী জমি লিজের দাবিতে নাগরপুর মহিলা কলেজের ছাত্রী-শিক্ষকদের বিক্ষোব মিছিল

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ১৭ মে ২০১৮ - ০৪:৫১:১৭ পিএম

আজিজুল হক বাবু নাগরপুর প্রতিনিধিঃ নাগরপুর ডায়াবেটিক সমিতির পূর্বে মহিলা কলেজের নামে জায়গাটি লিজ ছিল বলে জানা যায়। গতকাল ১৬ মে নাগরপুর সরকারী মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা এর প্রতিবাদ ও আবস্থান ধর্মঘট পালন করে।

নাগরপুর মহিলা কলেজ সরকারের প্রায় ৫.৫ একর জায়গা লিজ নিয়ে তাদের প্রাতিষ্ঠানিক ‍শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। এর মধ্যে নাগরপুর ডায়াবেটিক সমিতি (রেজি নংটলা-২৩১৫/১৪) তারিখ ১৭-৪-১৪ দাগ নং-১৯৯, খতিয়ান নং-৭৯,ভূমির পরিমান ২৬ শতাংশ,শ্রেণী-ভিটি মৌজা-নাগরপুর,জেলা-টাঙ্গাইল ,লিজ আদেশ নং ভিপি কেস নং-০৭(না)৮৯-৯০/৪২৪,তারিখ ২৫-৫-২০১৫, সরকারি জায়গাটি লিজ নেয়।

এর পূর্বে জায়গাটি মহিলা কলেজ কর্তৃপক্ষ লিজ নিয়েছিল। কিন্তু মহিলা কলেজ সঠিক সময়ে লিজ ফি নবায়ন না করার কারনে সরকার নিয়ম অনুযায়ী নাগরপুর ডায়াবেটিক সমিতিকে ২০১৫ সালে লিজ দেয়। এরই প্রেক্ষিতে নাগরপুর মহিলা কলেজের শিক্ষকদের  একাংশ এবং ছাত্রীরা জায়গাটি প্রতিষ্ঠানের নামে পুনরায় লিজ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়।

এ উপলক্ষ্যে তারা ১৬মে ২০১৮  তারিখে উপজেলা প্রশাসনের নিকট স্বারকলিপি প্রদান করে। এসময় নাগরপুর উপজেলা প্রশাসন সাংবাদিকদের জানায় ,সরকারি জমিটি অনেকদিন লিজহীন অবস্হায় থাকার কারনে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।নাগরপুর মহিলা কলেজ কর্তৃপক্ষ সঠিক সময়ে লিজ ফি নবায়ন করেনি বিধায় জমিটি সরকারি নিয়ম অনুযায়ী নাগরপুর ডায়াবেটিক সমিতির নামে লিজ প্রদান করা হয়। নাগরপুর ডায়াবেটিক সমিতি সরকারি নিয়ম মেনে ২০১৫ সালে জমিটি লিজ নেয়। তাছাড়া আরও জানান হয়, লিজকৃত জায়গায় সরকারের অনুমতি না নিয়ে মহিলা কলেজ কর্তৃপক্ষ দুটি প্রশাসনিক ভবন নিমার্ণ করে এবং রংমহল নামক ভবনটি অবৈধভাবে শিক্ষকরা বসবাসের জন্য ব্যবহার করছে।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: