শিরোনাম
নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা Headline Bullet       রোটারি ক্লাবের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী ফলের উৎসব Headline Bullet       বাসাইল পৌরসভা নির্বাচন: প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা Headline Bullet       হত্যার ভয় দেখিয়ে শিশু বলাৎকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার গ্রেফতার Headline Bullet       যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে Headline Bullet       ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet       আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন টাঙ্গাইল Headline Bullet       বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি—- কৃষিমন্ত্রী Headline Bullet      

সরকারী জমি লিজের দাবিতে নাগরপুর মহিলা কলেজের ছাত্রী-শিক্ষকদের বিক্ষোব মিছিল

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ১৭ মে ২০১৮ - ০৪:৫১:১৭ পিএম

আজিজুল হক বাবু নাগরপুর প্রতিনিধিঃ নাগরপুর ডায়াবেটিক সমিতির পূর্বে মহিলা কলেজের নামে জায়গাটি লিজ ছিল বলে জানা যায়। গতকাল ১৬ মে নাগরপুর সরকারী মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা এর প্রতিবাদ ও আবস্থান ধর্মঘট পালন করে।

নাগরপুর মহিলা কলেজ সরকারের প্রায় ৫.৫ একর জায়গা লিজ নিয়ে তাদের প্রাতিষ্ঠানিক ‍শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। এর মধ্যে নাগরপুর ডায়াবেটিক সমিতি (রেজি নংটলা-২৩১৫/১৪) তারিখ ১৭-৪-১৪ দাগ নং-১৯৯, খতিয়ান নং-৭৯,ভূমির পরিমান ২৬ শতাংশ,শ্রেণী-ভিটি মৌজা-নাগরপুর,জেলা-টাঙ্গাইল ,লিজ আদেশ নং ভিপি কেস নং-০৭(না)৮৯-৯০/৪২৪,তারিখ ২৫-৫-২০১৫, সরকারি জায়গাটি লিজ নেয়।

এর পূর্বে জায়গাটি মহিলা কলেজ কর্তৃপক্ষ লিজ নিয়েছিল। কিন্তু মহিলা কলেজ সঠিক সময়ে লিজ ফি নবায়ন না করার কারনে সরকার নিয়ম অনুযায়ী নাগরপুর ডায়াবেটিক সমিতিকে ২০১৫ সালে লিজ দেয়। এরই প্রেক্ষিতে নাগরপুর মহিলা কলেজের শিক্ষকদের  একাংশ এবং ছাত্রীরা জায়গাটি প্রতিষ্ঠানের নামে পুনরায় লিজ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়।

এ উপলক্ষ্যে তারা ১৬মে ২০১৮  তারিখে উপজেলা প্রশাসনের নিকট স্বারকলিপি প্রদান করে। এসময় নাগরপুর উপজেলা প্রশাসন সাংবাদিকদের জানায় ,সরকারি জমিটি অনেকদিন লিজহীন অবস্হায় থাকার কারনে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়।নাগরপুর মহিলা কলেজ কর্তৃপক্ষ সঠিক সময়ে লিজ ফি নবায়ন করেনি বিধায় জমিটি সরকারি নিয়ম অনুযায়ী নাগরপুর ডায়াবেটিক সমিতির নামে লিজ প্রদান করা হয়। নাগরপুর ডায়াবেটিক সমিতি সরকারি নিয়ম মেনে ২০১৫ সালে জমিটি লিজ নেয়। তাছাড়া আরও জানান হয়, লিজকৃত জায়গায় সরকারের অনুমতি না নিয়ে মহিলা কলেজ কর্তৃপক্ষ দুটি প্রশাসনিক ভবন নিমার্ণ করে এবং রংমহল নামক ভবনটি অবৈধভাবে শিক্ষকরা বসবাসের জন্য ব্যবহার করছে।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: