শিরোনাম
মধুপুরে মা,ছেলে, ছেলের বউসহ ৪জনকে গাছে বেঁধে নির্যাতন Headline Bullet       টাঙ্গাইলে লৌহজং নদী দখল ও দূষণ রোধে করণীয় মতবিনিময় সভা Headline Bullet       এমপি প্রার্থী সিদ্দিকী পরিবারের তিন ভাই Headline Bullet       টাঙ্গাইলের ৪টি আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল Headline Bullet       টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ঠান্ডুর মনোনয়ন পত্র বাতিল Headline Bullet       টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আ.লীগের প্রার্থী ডা. কামরুলের সাংবাদিকদের সাথে মতবিনিময় Headline Bullet       টাঙ্গাইল-৫ (সদর) আসনে আ.লীগের মনোনয়ন পত্র জমা দিলেন-এডভোকেট মামুন Headline Bullet       টাঙ্গাইলের হাতুড়ী ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা Headline Bullet       টাঙ্গাইলে লৌহজং নদী দখলমুক্ত দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন Headline Bullet       মনোনয়ন বঞ্চিত হয়েও হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ছানোয়ার এমপি Headline Bullet      

টাঙ্গাইলের মির্জাপুরের প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬৪টি প্রাথমিক বিদ্যালয়

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ১৭ মে ২০১৮ - ০৩:৪১:০২ পিএম

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ৬ মাস ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। এতে লেখাপড়া সহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মির্জাপুর উপজেলায় ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।এরমধ্যে ৬৪ টি বিদ্যালয়ে গত ৬ মাস ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া সহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রধান শিক্ষক বিহীন বিদ্যালয় গুলো হল পেকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, উফুলকি আটিয়ামামুদপুর, কলিমাজানী, বানাইল, বাঙ্গুরী, নামদারপুর, টি নয়াপাড়া, ঝোপবাড়ি, অভিরামপুর, পাচগাও, বংশিনগর, বাশতৈল, গায়রাবেতিল, পলাশতলি, পাথালিয়াপাড়া, হাড়িয়া, কামারপাড়া, বরদাম, সোহরাবনগর, আমড়াইল তেলিপাড়া, থলপাড়া, নতুন কহেলা, বন্দেকাওয়ালজানী, খৈলসিন্দুর, তরফপুর, গাজেশ্বরী, নওগাও, আন্দিপাড়া, আমড়াতৈল, সিবিএ, সেহরাতৈল, চৌবাড়িয়া, মজিদপুর, কহেলা, সৈয়দপুর, ঘাগরাই, খুইদারচালা, কটামারা, পাকুল্যা, মারিশন, আউশাচালা, কাহারতা, বরচালা, হরতকীচালা, আগচামড়ী, নিলজা, দিঘুলিয়া, সতানরী, তরফপুর, মৈশামুড়া, হালুয়াপাড়া, মির্জাপুর ক্যাডেট কলেজ, ছলিমনগর, ঘাগড়াই দক্ষিন, দাতপাড়া, বংখুরী, গোড়াকী, বুড়িহাটী, পানিশাইল, বহনতলী, কুড়িপাড়া মধুরটেকি, নিশ্চিন্তপুর, রহিমপুর।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন শুন্য পদ গুলো পুরনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

সর্বশেষ
জনপ্রিয় খবর