আজ সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে বহুল আকাংখিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফল উড্ডয়ন হওয়ায় টাঙ্গাইলে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। রোববার (১৩মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেনী পেশার লোকজন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শোভাযাত্রায় অংশ নেন। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির সামনে শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বাংলাদেশকে স্যাটেলাইটের যুগে প্রবেশ করানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানান ।