
দুই যুবলীগ নেতা হত্যা মামলায় এমপি রানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ মে) বিকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুম এই আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ মে) টাঙ্গাইল যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ এমপি আমানুর রহমান খান রানাকে গ্রেফতারের আবেদন করেন আদালতে। পরে ওইদিন আদালতের বিচারক বুধবার (৯ মে) আবেদনের শুনানির জন্য ধার্য করেন। বুধবার (৯ মে) সকালে আদালতের বিচারক এমপি রানার উপস্থিতিতে গ্রেফতারের আদেশ মঞ্জুর করেন। পরে ওই দিনই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে এমপি রানাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর পেক্ষিতে বৃহস্পতিবার বিকালে আদালত এমপি রানাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন ২০১২ সালের ১৬ জুলাই তাদের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল শহরে এসে নিখোঁজ হন। ঘটনার পরদিন শামীমের মা আছিয়া খাতুন এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এক বছর পর ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত করে পুলিশ ওই বছর ২১ সেপ্টেম্বর মামলাটি তালিকাভুক্ত করে।