শিরোনাম
মির্জাপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন Headline Bullet       টাঙ্গাইল ডিএফএ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান জামিলের স্মরণে শোকসভা  Headline Bullet       দেশে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ Headline Bullet       মির্জাপুরে ফজলুর রহমান খান ফারুক ফুটবলে কালিয়াকৈর চ্যাম্পিয়ন Headline Bullet       অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদের শিক্ষার্থীদের ক্লাস বর্জন Headline Bullet       নাগরপুরে জনসভাকে ঘিরে প্রকাশ্যে এলো এমপি-উপজেলা আ’লীগের দ্বন্দ্ব Headline Bullet       মির্জাপুরে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি Headline Bullet       বিয়ের ২ দিন পর পুকুরে গোসল করতে গিয়ে লাশ হলেন যুবক Headline Bullet       নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Headline Bullet       মির্জাপুরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃৃৃঙ্খলা সভা Headline Bullet      

টানা ৪৩!!! ম্যাচ অপরাজিত মেসিরা-ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার সহজ জয়

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ১০ মে ২০১৮ - ০৪:০৫:১৫ পিএম

.ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা

.বার্সার হয়ে দুই গোল করেছেন ডেম্বেলে

.একটি করে গোল করেন মেসি, কুতিনহো ও পাওলিনহো

ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের বিপক্ষে বুধবার রাতের ম্যাচ দাপটের সঙ্গেই জিতেছে বার্সেলোনা। ৫-১ গোলের বড় জয় নিয়ে লা লিগায় অপরাজিত থেকে মাঠ ছাড়ে স্বাগতিকেরা। চলতি মৌসুমে এখন পর্যন্ত পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়নি কাতালানদের।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ১ গোল হজম করলেও ভিয়ারিয়ালের জালে দুবার বল জড়ান ভালভার্দের শিষ্যরা।
ম্যাচের ১১তম মিনিটে কুতিনহোর গোলে ১-০–তে এগিয়ে যায় বার্সেলোনা। যদিও প্রথম গোলে বেশি ভূমিকা ছিল ওউসমানে ডেম্বেলের। একাই বল টেনে আনেন ভিয়ারিয়ালের বক্সে। গোলমুখে শটও নেন। সেটা প্রথম চেষ্টায় ফেরালেও দ্বিতীয়বার কুতিনহোর শট আটকাতে ব্যর্থ হন ভিয়ারিয়ালের গোলরক্ষক। মিনিট পাঁচেক পর আবারও গোল হজম করে অতিথিরা। এবার বার্সার হয়ে গোল করেন পাওলিনহো (২-০)। এরপর দু-একটা ছোটখাটো সুযোগ তৈরি করলেও বার্সার গোলমুখ খুলতে ব্যর্থ হয় ভিয়ারিয়াল। উল্টো প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে ইনিয়েস্তা-মেসির সমন্বয়ে তিন নম্বর গোল হজম করে বসে। ডি বক্সে ব্যাকপাস দিয়ে সুবিধাজনক জায়গায় পৌঁছান আর্জেন্টাইন তারকা। ইনিয়েস্তার সঙ্গে তাঁর বোঝাপড়াটা যে কতটা অসাধারণ, সেটা এই গোল দেখলেই বোঝা যায় (৩-০)।

ম্যাচের ৫৪তম মিনিটে গোল পায় ভিয়ারিয়াল। সেনসোনের গায়ে লেগে যে গোল হয়েছে সেটা অনেকটা ভাগ্যের জোরেই হয়েছে বলা যায়। সতীর্থ খেলোয়াড়ের বুলেটগতির শটের সামনে থেকে সরে জায়গা করে দিতেই সেনসোনের গায়ে বল লাগে (৩-১)। এরপর আর গোলের দেখা পায়নি ভিয়াররিয়াল। তবে ম্যাচের শেষ মুহূর্তে এসে অসাধারণ দুই গোল দিয়ে দলকে ৫-১ গোলের বড় জয় এনে দেন ডেম্বেলে।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: