ডলার জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। টাঙ্গাইলের মধুপুর থেকে মঙ্গলবার (৮ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডলার প্রতারকদের ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। এই প্রতারক চক্রের সদস্যরা ডলারের প্রতারণা দেখিয়ে মধুপুর বনে নিয়ে সাধারণ মানুষদেরকে অপহরণ করে পরিবারের কাছে টাকা দাবি করতো।
বুধবার (৯ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চাঁনপুর এলাকার মৃত ছমেদ আলীর ছেলে ওয়াসিম (২৬), তার ছোট ভাই রফিক (২৫), একই জেলার মুক্তাগাছা উপজেলার ঘোড়শাইল এলাকার ইসরাফিলের ছেলে রাশেদ (২৫) এবং ফুলবাড়িয়া উপজেলার বিড়ালশাক এলাকার আব্বাস আলীর ছেলে আমিরুল (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক জানান, গত (৩ মে) ডলার প্রতারণার শিকার হয়ে শামিম রেজা নামের এক ব্যাক্তি মধুপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলা পেয়ে তদন্ত শুরু করে। এ অবস্থায় মধুপুরের বাদারবাক মোড় এলাকায় ডলার প্রতারনাকালে পুলিশ দুইজনকে হাতে নাতে গ্রেফতার করে। পরে এ সময় আরো কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ আরো দুইজনকে গ্রেফতার করে। এ সময় ডলার প্রতারণা কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের সাথে আরো বেশকয়েকজন জড়িত রয়েছে। বলে জানা যায়। তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।