শিরোনাম
নাগরপুরে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত Headline Bullet       মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
মহান স্বাধীনতাদিবস পালিত
Headline Bullet       মাভাবিপ্র বিশ্ববিদ্যালয়ে ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে মানববন্ধন Headline Bullet       কালিহাতীতে কাফনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার Headline Bullet       খোলা স্টেশনে ঢুকে ১০২০ টাকা জরিমানা গুণলেন পলিটেকনিকের ছাত্র-ছাত্রী Headline Bullet       মির্জাপুরের সম্মুখ যুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন Headline Bullet       টাঙ্গাইলে দুটি ট্রেনে পাথর নিক্ষেপ,চালকসহ আহত ৬ Headline Bullet       মধুপুর প্রেসক্লাব পাঠাগারকে সমৃদ্ধ করতে মধুপুরবাসী’ গ্রুপের ৫ শতাধিক বই হস্তান্তর  Headline Bullet       টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার Headline Bullet       টাঙ্গাইলে স্পিরিট পানে পর পর পাঁচ জনের মৃত্যু Headline Bullet      

মেসির বার্সাকে নয় স্পেনের ইনিয়েস্তাকে সম্মান জানাবে রিয়াল মাদ্রিদ

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ০৬ মে ২০১৮ - ০১:৫১:০০ পিএম

আগেই জানিয়ে দিয়েছিলেন আজ রাতের ‘এল ক্লাসিকো’য় বার্সেলোনাকে গার্ড অব অনার দেওয়া হবে না। কাল সংবাদ সম্মেলনে তার ব্যাখ্যায় রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানিয়ে দেন, আমরা এটা করব না কারণ তাঁরা (বার্সা) করেনি।

দেপোর্তিভোকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। আজ রাতে লিগের শেষ ‘এল ক্লাসিকোয়’ অন্তত শিরোপা-নিষ্পত্তির কোনো সমীকরণ নেই। তাতে অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ধ্রুপদি লড়াইয়ের ঝাঁঝ এতটুকু কমেনি। বরং বেড়েছে। সেটা গার্ড অব অনার নিয়ে।

বার্সা যেহেতু আগের ম্যাচে শিরোপা জয় নিশ্চিত করেছে, স্প্যানিশ ফুটবলের প্রথা অনুযায়ী তাই পরের ম্যাচেই প্রতিপক্ষ দলের কাছ থেকে তাঁদের গার্ড অব অনার পাওয়ার কথা। কিন্তু বার্সা চ্যাম্পিয়ন হওয়ার আগেই জিদান জানিয়ে দিয়েছিলেন, কাতালান ক্লাবটি তাঁদের কাছ থেকে এই সম্মান পাবে না। কোচের সঙ্গে সুর মিলিয়েছিলেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও।

কাল সংবাদ সম্মেলনে জিদান জানিয়েছেন, কেন তাঁরা লা লিগা চ্যাম্পিয়নদের গার্ড অব অনার দেবে না। রিয়াল কোচ এ প্রসঙ্গে টেনে আনলেন সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপের সেই সময়কে। তাঁর দল ক্লাব বিশ্বকাপ (১৬ ডিসেম্বর) জিতে এসে পরের ম্যাচেই (২৩ ডিসেম্বর) বার্সার মুখোমুখি হয়েছিল। কিন্তু কাতালান ক্লাবটি তখন রিয়ালকে গার্ড অব অনার দেয়নি। এ নিয়ে বার্সার যুক্তি ছিল, তাঁরা তো আর ক্লাব বিশ্বকাপে অংশ নেয়নি।

জিদান মনে করেন বার্সার এই দাবি মিথ্যা। রিয়াল কোচের ভাষায়, ‘অনেকে বলছে তাঁরা (বার্সা) ওই টুর্নামেন্টে ছিল না। কিন্তু কথাটা মিথ্যা। ক্লাব বিশ্বকাপে অংশ নিতে হলে আপনাকে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে এবং আমরা সবাই চ্যাম্পিয়নস লিগে ছিলাম।’

ফরাসি কোচ গার্ড অব অনার প্রসঙ্গে সাফ বলে দেন, ‘আমার মনে হয়, ক্লাব বিশ্বকাপের পর গার্ড অব অনার দেওয়া তাঁদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। আমরাও গার্ড অব অনার দিতে চাই না, সেটা সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ না। তাঁরা (বার্সা) এটা করেনি। বিনয়ের সঙ্গে বলছি আমরা এটা করব না কারণ তাঁরা করেনি।’

তবে জিদান কিন্তু বার্সার লিগ জয়কে সম্মানের চোখেই দেখছেন। তাঁর উক্তি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বার্সার অর্জনকে আমরা সম্মান করি। আমার কাছে লিগ জেতাটা দারুণ ব্যাপার ও কঠিন কাজ।’

বার্সাকে গার্ড অব অনার না দেওয়ার সিদ্ধান্ত নিলেও রিয়াল কিন্তু তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী দলের এক খেলোয়াড়কে সম্মান জানাবে। আন্দ্রেস ইনিয়েস্তা। স্প্যানিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা এই মিডফিল্ডারের ক্যারিয়ারে এটাই শেষ ‘এল ক্লাসিকো’। মৌসুম শেষেই বার্সা ছাড়বেন তিনি। ইনিয়েস্তা প্রসঙ্গে জিদান বলেন, ‘তাঁর মতো খেলোয়াড়কে আমরা পছন্দ করি, সম্মানও করি। সে শুধুই একজন খেলোয়াড় নয়, ব্যক্তি হিসেবেও কেমন সেটাও আমরা জানি। আমরা তাঁকে শুভেচ্ছা জানাব এবং সেরা ভবিষ্যৎই কামনা করব।’

ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে রিয়ালের মুখোমুখি হবে বার্সা।

 

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: