
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের আলোকদিয়া গ্রামে জামে মসজিদের তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।গত শুক্রবার,৪ মে বাদ জুম’আ টাঙ্গাইল-৫(সদর) আসনের সাংসদ আলহাজ মো. ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে ওই ভিত্তিপ্রস্তর করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্বাস আলী, কাতুলী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা তাঁতী লীগের সদস্য নুরুল ইসলাম, আবুল কাশেম, চান মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সদর উপজেলা তাঁতী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফটিক আলী প্রমুখ।