
টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে ৬ষ্ঠ হ্যাবিট বৈশাখী কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। ঘাটাইল গলফ ক্লাব ও হ্যাবিটের যৌথ আয়োজনে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
আজ সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি, ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক এবং হ্যাবিটির চেয়ারম্যান, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন। এসময় বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ঘাটাইল, ঢাকা, যমুনা ও ময়মনসিংহ সহ দেশের অন্যান্য গলফ ক্লাবের শতাধিক গলফার বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করছেন।