শিরোনাম
নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা Headline Bullet       রোটারি ক্লাবের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী ফলের উৎসব Headline Bullet       বাসাইল পৌরসভা নির্বাচন: প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা Headline Bullet       হত্যার ভয় দেখিয়ে শিশু বলাৎকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার গ্রেফতার Headline Bullet       যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে Headline Bullet       ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet       আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন টাঙ্গাইল Headline Bullet       বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি—- কৃষিমন্ত্রী Headline Bullet      

টাঙ্গাইলের কালিহাতীর সল্লায় শিশু ধর্ষনের অভিযোগ : সালিশের কারনে ধর্ষিতা গ্রামছাড়া

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২৫ এপ্রিল ২০১৮ - ০৪:০৮:১২ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দেউপুর গ্রামে ৭ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রাম্য সালিশে শিশুটি বর্তমানে গ্রামছাড়া হয়েছে। সে প্রথম শ্রেণির ছাত্রী। তার বাবা দিনমজুর। বর্তমানে এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

জানা যায়, দেউপুর গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী আব্দুস সালাম (৫০) তার লেয়ার মুরগির ফার্মে ডিম দেয়ার কথা বলে শিশুটিকে ডেকে নেয়। এরপর মুখে কাপড় চাপা দিয়ে ধর্ষণ করে। ছুরি দিয়ে জবাই করার হুমকি দিয়ে কারো কাছে না বলার জন্য শিশুটিকে ভয় দেখায়।

এদিকে গত শনিবার থেকে ঘটনাটি জানাজানির পর এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। রোববার রাতে বিষয়টি মিমাংসা করার জন্য গ্রাম্য সালিশ বসে। সালিশে সিদ্ধান্তের পর ধর্ষণের শিকার ওই শিশুটিকে মাতবররা গ্রামছাড়া করেছে বলে স্থানীয়রা জানান। এদিকে অভিযুক্ত আব্দুস সালামের বাড়িতে ও মুরগীর ফার্মে গিয়ে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে দেউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বলেন, শুনেছি আমাদের ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়েছে। সোমবার প্রথম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষায় ওই ছাত্রী অংশগ্রহণ করেনি। কোথায় গেছে আমি বলতে পারবো না।

সল্লা ইউনিয়ন পরিষদের সদস্য আনিছুর রহমান বলেন, এই বিষয়টি রোববার রাতে সালিশ হয়নি কিন্তু মিমাংসা হয়েছে।

ধর্ষণের শিকার শিশুটির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।স্থানীয় আয়েশা বেগম ও চান খাতুনসহ অনেকেই জানান, স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি শহিদুল ইসলাম (শহীদ) সোমবার সকালে এসে সবাইকে শাসিয়ে বলে গেছেন “বিষয়টি তোরা কারো কাছে বলবি না”।

ধর্ষিতার মা বলেন, “হুনছি এলাকার মাতবররা ম্যালা রাইতে এইডা মিটমাট করছে। ভোর বেলায় ম্যায়ার চাচার সাথে ম্যায়াকে পাঠাইয়া দিছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ শাহীনা আক্তার জানান, এই ধর্ষণের ঘটনাটি আমার জানা নেই। বিষয়টি আমি দেখছি।

 

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: