শিরোনাম
নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা Headline Bullet       রোটারি ক্লাবের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মৌসুমী ফলের উৎসব Headline Bullet       বাসাইল পৌরসভা নির্বাচন: প্রশাসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা Headline Bullet       হত্যার ভয় দেখিয়ে শিশু বলাৎকার, সাবেক ইউপি সদস্য আনোয়ার গ্রেফতার Headline Bullet       যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে Headline Bullet       ভূঞাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো দুইজনের প্রাণ Headline Bullet       নাগরপুরে পথসভায় উপ-মন্ত্রী এনামুল হক শামীম Headline Bullet       মির্জাপুরে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান Headline Bullet       আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন টাঙ্গাইল Headline Bullet       বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি—- কৃষিমন্ত্রী Headline Bullet      

অবশেষে মৃত্যু হল আজিমপুর কবরস্থানে গোসল করানোর সময় জীবিত হওয়া শিশুটির

সোনালী বাংলাদেশ নিউজ
সম্পাদনাঃ ২৪ এপ্রিল ২০১৮ - ০৩:৩৮:৫৭ পিএম

সবার মনে আশার আলো ফুটিয়েও অবশেষে সবাইকে নিরাশার অন্ধকারে ডুবিয়ে চলে গেল আজিমপুরে কবর দেয়ার সময় জেগে ওঠা সেই শিশুটি।

মঙ্গলবার ভোররাতে রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শিশুটি।

সোমবার মৃত ঘোষণার পর কবর দেয়ার আগে নড়েচড়ে ওঠে নবজাতক। এমন নজিরবিহীন ঘটনা ঘটে রাজধানীর আজিমপুর কবরস্থানে।

এদিকে, মৃত্যু সনদ দেয়ার পরও ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি তাদের হাসপাতালের নয়

শারমিন আক্তার, গর্ভের সন্তান স্বাভাবিক অবস্থায় নেই টের পেয়ে রোববার মধ্যরাতে চিকিৎসা নিতে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

কিন্তু আলট্রাসনোগ্রামে গর্ভে সন্তানের অবস্থান দেখে চিকিৎসক জানিয়ে দেন সন্তানটি জীবিত নেই। প্রসূতি মাকে বাঁচাতে সন্তানটিকে অস্ত্রপচারের মাধ্যমে বের করতে হবে।

অবশেষে ভূমিষ্ট হয় নবজাতক। মৃত ধারণা করে নবজাতকটি আসলেই মৃত কিনা নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও দেখেন চিকিৎসক। এরপর নিশ্চিত হন নবজাতকটি মৃত। এরপর দেন মৃত্যু সনদও।

মা ডাক শুনার অপেক্ষা, অপেক্ষা হয়েই থাকলো শারমিনের। নীরবে নিভৃতে হাসপাতালের বেডে শুয়ে কাঁদছেন তিনি।

হুজুর বলেন, ‘যে ভদ্রমহিলা গোসল দেন সে ফোন দিলো। ফোন দিয়ে বললো বাচ্চাতো জীবিত। বাচ্চার আত্মীয় কোথায়?’

সঙ্গে সঙ্গে শিশুটিকে নেয়া হয় আজিমপুর মেটারনিটি হাসপাতালে। তবে আশঙ্কাজনক অবস্থায় নবজাতককে রাখা হয় ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে।

সেখানকার চিকিৎসকরা জানান, ‘নবজাতককে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা।

কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে সবাইকে কাঁদিয়ে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো শিশুটি।

এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও সাধারণ মানুষ।

সর্বশেষ
জনপ্রিয় খবর
%d bloggers like this: